চট্টগ্রামের পটিয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পটিয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ১০ জন।
রাতে উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজন নিহত হয়। নিহতরা সিএনজির যাত্রী বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত বেশ কয়েকজনকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে অন্তত ৭ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা পুলিশের।