চট্টগ্রামের পশুর হাটে বিপুল পরিমাণ গবাদী পশু এনেছেন বিক্রেতারা
- আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কোরবানী ঈদ উপলক্ষ্যে চট্টগ্রামের পশুর হাটে বিপুল পরিমাণ গবাদী পশু এনেছেন বিক্রেতারা। ছোট, মাঝারি থেকে শুরু করে বিশালাকৃতির গরু, মহিষ ও ছাগল উঠেছে হাটে। এরইমধ্যে ফেনীতে জমে উঠেছে পশুর হাট। প্রতিদিন হাজার হাজার পশু আসছে জেলার ১২৮ হাটে ।
চট্টগ্রামের বাজারগুলোতে ছোট, মাঝারি থেকে শুরু করে বিশালাকৃতির গরু, মহিষ ও ছাগল আনা হয়েছে। ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে এসব গবাদি পশুর। তবে বাজার পুরোপুরি জমে ওঠেনি এখনো। ক্রেতারা বাজারে বাজারে ঘুরে দাম ও মান যাচায় বাছাই করছেন।
ফেনীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট।জেলার ১২৮টি হাটে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর কদর বেশি। পছন্দের পশুর দর কষাকষি করে বেচাকেনা করছে ক্রেতা-বিক্রেতারা। অন্যান্য বছরের তুলনায় গরুর দাম একটু বেশি মনে করছে ক্রেতারা।
এ বছর খাদ্য ও পরিচর্যায় খরচ দ্বিগুন হওয়ায় দাম বেশী হাকাচ্ছে বিক্রেতারা।
কোরবানীর পশুর হাটে সুন্দর সু-শৃংখল পরিবেশ তৈরি রেখেছে দাবী বাজার ইজারাদারদের।
এদিকে, সিরাজগঞ্জে এবারের ঈদ উপলক্ষ্যেও চাহিদার তিনগুণ গরু লালন পালন করা হয়েছে। এবছর জেলার ৯টি উপজেলায় প্রায় ১৭ হাজার বড় মাঝারি ও ক্ষুদ্র খামারী বিভিন্ন জাতের মোট ৬ লক্ষ ২৩ হাজার কোরবানীর জন্য পশু মোটাতাজাকরণ করেছে।
এসএটিভি নিউজডেস্ক।