চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলার ডুবে চার জনের মৃত্যুর খবর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলার ডুবে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কোস্টগার্ড বলছে একজনের মরদেহ তারা উদ্ধার করেছে বাকি ৩ জন এখনো নিখোঁজ রয়েছে।
দুপুরে বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলে বেদখলীর টেক এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, সকালে বাঁশখালী থেকে একটি ফিশিং ট্রলারে ৩২ জন কক্সবাজারের কুতুবদিয়া দরবার শরীফের ওরশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি বঙ্গোপসাগরের বেদখলীর টেক এলাকায় পৌঁছালে উল্টে যায়। স্থানীয় মাছধরা নৌকাগুলো এগিয়ে এসে ২৮ জনকে উদ্ধার করলেও ৪ জন নিখোঁজ হন। পরে কোস্টগার্ড একজন ও স্থানীয় জেলেরা ৩ জনের মরদেহ উদ্ধার করে।