চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে আরও ৬ করোনা রোগী শনাক্ত
- আপডেট সময় : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৬ রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জনে দাঁড়ালো।
চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৫ জনের মধ্যে ১৩ জনই প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, আর দু’জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে একটি শিশু। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি। নতুন আক্রান্তদের পাঁচ জনের বাড়ি চট্টগ্রামে, আরেক জনের বাড়ি লক্ষীপুরে। রোববার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে মরণব্যাধি ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। রাতেই তাদেরকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের একজন পুলিশ সদস্য হওয়ায় পুলিশের একটি ব্যারাককে লকডাউন করে ওই ব্যারাকের ২২৫ জন সদস্যকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত অন্য রোগীদের বাসাসহ আশপাশের কয়েকটি ভবন লকডাউন করা হয়েছে। ওইসব ভবনের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।