চট্টগ্রামের বিভিন্ন ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু
- আপডেট সময় : ০৯:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের হিলছিয়া গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
ভোরে স্থানীয় বাদল চৌধুরীর বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। গতকাল রাত আড়াইটার দিকে ৫-৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঢুকে বাদল চৌধুরী ও তার ছেলেকে মারধর করে। এসময় তারা বাদল চৌধুরীর স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেয়। আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একজনকে আটক করে গণপিটুনি দেয় জনতা। মারাত্মক আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের বিভিন্ন ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন।
সকালে নগরীর কাজীর দেউড়ী এলাকা থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম। তিনি জানান, নগরীর অধিকাংশ এলাকায় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসবের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। সাধারণ মানুষের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত যে কোন মুল্যে দখলমুক্ত করার ঘোষণা দেন তিনি। নগরীর সব ফুটপাতগুলো দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি।