চট্টগ্রামের মায়ানী ইউপি চেয়ারম্যানের বিচার চেয়ে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় সাধারণ মানুষের জমি দখল ও জাল কাগজপত্র করে ক্ষতিপুরণের টাকা আত্মসাতের অভিযোগে মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বেশ কয়েকটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হন। তাদের অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যান সরকারী দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। এসবের প্রতিবাদ করে চেয়ারম্যানের সন্ত্রাসীদের হামলা ও মামলার শিকারও হয়েছেন একাধিক মানুষ। তাদের অভিযোগ কিছুদিন আগেও এই এলাকাটি তেমন গুরুত্বপুর্ণ না হলেও বঙ্গবন্ধু শিল্পনগর প্রতিষ্ঠার পর বেড়ে যায় জমির দাম। এতে সাধারণ মানুষের জমির ওপর নজর পড়ে ভূমিদস্যুদের। ভূক্তভোগীরা মনে করে এই জবর দখলের ফলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাওয়া মহতি প্রকল্পও প্রশ্নবিদ্ধ হচ্ছে।