চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনার প্রতিবেদন জমা
- আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ের ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুর্ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাসচালক গোলাম মোস্তফার দায়ী বলে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি।
প্রতিবেদনটি বিভাগীয় ব্যবস্থাপকের কাছে রেলওয়ের গঠিত কমিটি জমা দেয় মঙ্গলবার। বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় সকালে। রেলওয়ে পূর্বাঞ্চলের ডিআরএম আবুল কালাম চৌধুরীর কাছে এই প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী। এর আগে গত ২৯ জুলাই উপজেলার বড়তাকিয়া স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। এসময় আহত হন ৭ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন হাটহাজারীর আরএনজে কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষার্থী। নিহত ব্যক্তিদের একজন চালক। তার সহকারীও আহত হন।৫ পাতার ওই প্রতিবেদনে দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান সাদ্দাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আর এই সুযোগে দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসচালক ব্যারিয়ার তুলে অবৈধভাবে রেলগেইট পার হওয়ার চেষ্টা করেন।