চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চুরমার ১১ পর্যটকের মৃত্যু
- আপডেট সময় : ০৪:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চুরমার হয়ে ঘটনাস্থলেই ১১ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায়, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
চট্টগ্রামের হাটহাজারির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা খৈয়াছড়া ঝর্ণায় গোসল শেষে শুক্রবার দুপুর দেড়টার দিকে মাইক্রোবাসে বাড়ী ফিরছিলো। এসময় মাইক্রোবাসটি তড়িঘড়ি মিরসরাইয়ের বড়তাকিয়া রেলক্রসিং অতিক্রম করার সময়, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন ধাক্কা দিয়ে প্রায়এক কিলোমিটার দূর নিয়ে যায়। এতে মাইক্রোবাসচি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। গুরুতর আহত আরো ৬ জন। স্থানীয়রা জানান, ঘটনার সময় গেটম্যান জুমার নামাজ পড়তে যাওয়ায় অরক্ষিত ছিল রেলক্রসিংটি।
প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে ট্রিপল নাইনে ফোন দিলে রেলপুলিশ ও ফায়ারসার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহতদের লাশ পাঠানো হয় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে।
দর্ঘটনায়আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, সবার অবস্থাই আশংকাজনক।
মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতরা সবাই চট্টগ্রামের হাটহাজারী থানার চিকনদণ্ডি ইউনিয়নের খন্দকিয়ার হাট এলাকার বাসিন্দা।
খবর পেয়ে স্বজনরা ভিড় জমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।