চট্টগ্রামের রোজ-উড হোটেলে পরকীয়ার ঘটনায় নারী হত্যাকারীকে গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৮৯০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রোজ-উড হোটেলে পরকীয়ার ঘটনায় নারী হত্যাকারীকে ঘটনার তিনদিনের মাথায় ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের দাবি- তাদের সিসিটিভির ফুটেজ দেখে আসামী গ্রেফতার সম্ভব হয়েছে।
চলতি মাসের ১০ তারিখ চট্টগ্রামের হালিশহরের রোজ উড হোটেলে প্রেমিক আশরাফুল ইসলাম সুজনের হাতে খুন হন তিন সন্তানের জননী শাহিদা জাহান সুমি। ভুয়া পরিচয় দিয়ে হোটেলে উঠা এবং দুজনের মুখে মাস্ক থাকায় প্রথম পর্যায়ে দুজনের পরিচয় অজানা ছিলো পুলিশের কাছে।
তাছাড়া পুলিশের চোখ ফাঁকি দিতে নানা কৌশলেরও আশ্রয় নেয় খুনি সুজন। তদন্তে বেরিয়ে আসে এই ঘটনার আগে সুমিকে নিয়ে এই হোটেলে আরো বেশ কয়েকবার যাওয়া আসা করেছে সুজন।
পুলিশের সাড়াশি ও বুদ্ধিভিত্তিক অভিযানে সুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানান হোটেল মালিক।
স্বামীর সাথে বিরোধের জেরে দীর্ঘদিন হালিশহর বাবার বাড়ি ছিলেন সুমি। তবে সুজনের সাথে সুমির পরকীয়ার সম্পর্ক দীর্ঘদিনের। এরই মধ্যে পাকিস্তানী এক ব্যক্তির সাথে সুমির সম্পর্ক আছে এমন সন্দেহে পরিকল্পিতভাবে সুমিকে হত্যা করে সুজন।