চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসীদের কোপে হাত হারিয়েছে পুলিশ কনস্টেবল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়ে হাত হারিয়েছেন এক পুলিশ কনস্টেবল। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক পুলিশ সদস্যসহ ২ জন।
সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের আধারমানিক লালারখিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী কবির আহমদকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার সহযোগীদের খবর দেয়। একপর্যায়ে তারা সংগঠিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের দায়ের কোপে জনি ইসলাম নামের লোহাগাড়া থানার এক পুলিশ কনস্টেবলের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় কনস্টেবল শাহাদাত ও কবির আহমেদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদী আবুল কাশেমকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।