চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৪ কেজি কোকেনসহ বিদেশি আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৭১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৪ কেজি কোকেনসহ স্টেলিয়া সানতিয়ে নামের বিদেশি নাগরিককে আটক করেছে গোয়েন্দারা। সকাল সাড়ে ১০ টায় এয়ারপোর্ট কাস্টমসে ব্যাগেজ নিতে এলে তাকে আটক করা হয়। এয়ারপোর্ট সুত্র জানায় এর আগে গত ১২ জুলাই ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে বাংলাদেশে আসেন বাহামার নাগরিক স্টেইলা সাতিয়ে। কিন্তু ওই সময় তিনি কোন লাগেজ আনেননি। তকন থেকেই গোয়েন্দারা তার ওপর নজরদারি শুরু করে। পরে আলাদা একটি ফ্লাইটে তার লাগেজ আসে।সকালে তিনি ওই লাগেজটি নিতে এলে এপিবিএন সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এসময় তার ব্যাগেজ তল্লাশি করে ৩ কেজি ৯ শো গ্রাম কোকেন পাওয়া যায়।