চট্টগ্রামের শিল্প বিনিয়োগে ব্যাংক ঋণ পেতে গ্যাস-বিদ্যুত সংযোগ বাধ্যতামূলক
- আপডেট সময় : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
অর্থনৈতিক অঞ্চলের বাইরে নতুন করে কোন শিল্প কারখানায় গ্যাস বিদ্যুতের সংযোগ না দেয়া কিংবা ব্যাংক ঋণে কড়াকড়ি অর্থনীতিতে আরেকবার নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা বলছেন,. কারো সাথে আলোচনা ছাড়া রাতারাতি এমন সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ। তবে অর্থনীতিবিদদের মতে, বিভিন্ন নামে তৈরি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম কেনো বাস্তবায়িত হয়নি আগে তা খতিয়ে দেখতে হবে।
দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরের চিত্র এটি। হাতে গোনা কয়েকটি শিল্প কারখানা উৎপাদনে গেলেও বেশিরভাগ ক্ষেত্রে প্লটই বুঝিয়ে দেয়া হয়নি এখনো। নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোর অবস্থা অনেকটা এমনই। সংশ্লিষ্টরা বলছেন, প্লট বুঝে পাওয়ার পর ভুমির মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নের পর মেশিনারিজ ইনস্টল করে উৎপাদনে যেতে কমপক্ষে ৩ বছর সময়ের প্রয়োজন।
এরই মাঝে শিল্পাঞ্চলের বাইরে নতুন করে কোন শিল্প কারখানায় গ্যাস বিদ্যুতের সংযোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ব্যাংক লোন পেতেও গ্যাস ও বিদ্যুতের সংযোগ থাকা বাধ্যতামুলক করা হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
ব্যবসায়ী নেতারা বলছেন, শিল্প খাতের বিনিয়োগ একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তাই এমন সিদ্ধান্ত বাস্তবায়নের আগে অন্তত ৫ বছর সময় দিয়ে সবাইকে সতর্ক করা উচিত সরকারের।
অর্থনীতিবিদরা বলছেন, শুধু নতুন অর্থনৈতিক অঞ্চলই নয় ইপিজেডসহ নানান নামে আগের নেয়া প্রকল্পগুলোও বেশিরভাগ ক্ষেত্রেই আলোর মুখ দেখেনি। ফলে প্রকল্প গ্রহনে নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যবসায়ীদের ওপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা উচিত সরকারের।