চট্টগ্রামের ষোলশহরে রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
- আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ষোলশহরে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে আসল রূপ হারিয়েছে ষোলশহর রেল স্টেশন। স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহল আর রেলের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে গড়ে উঠেছে এসব অবৈধ স্থাপনা। আর অবৈধ স্থাপনা উচ্ছেদে চিঠি চালাচালি আর আশ্বাসেই সীমাবদ্ধ রেল কর্তৃপক্ষ।
প্রতিদিন এই স্টেশন হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নাজিরহাট, দোহাজারীগামী প্রায় ৩৬টি ট্রেন চলাচল করে। তবে এই স্টেশনের চারপাশে গড়েওঠা স্থায়ী-অস্থায়ী অবৈধ দোকানপাট, বস্তি, সন্ধ্যাকালীন ভ্রাম্যমাণ কাঁচাবাজারের কারণে সৌন্দর্য্য ও খ্যাতি হারিয়েছে ঐতিহ্যবাহী স্টেশনটি। অবৈধ স্থাপনা গড়ে ওঠার পেছনে প্রভাবশালী মহল ও রেলের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দায়ী করছেন স্থানীয়রা।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর মাঝেমধ্যে ষোলশহর স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে তৎপর হয়ে উঠে রেল কর্তৃপক্ষ। তবে তা চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ। অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যর্থতার নানা কারণ উল্লেখ করে রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষ বলছে, কেবল উচ্ছেদ করলে হবে না। উচ্ছেদ পরবর্তী রেলের জায়গা ব্যবহারে নেয়া উচিত সঠিক পরিকল্পনা।
যাত্রীদের সুবিধার্থে ষোলশহর রেল স্টেশনে ফাস্টফুড ও কুলিং কর্নারসহ ১৭টি দোকান লিজ দেয় রেল কর্তৃপক্ষ। আর এইসব দোকানের বাইরে রয়েছে শত শত দোকান, অবৈধ স্থাপনা ও বস্তি। দ্রুত এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি স্থানীয়দের।