চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রার্থীরা শেষদিনেও জমা দিয়েছেন মনোনয়ন পত্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সকাল থেকে দলীয় কর্মী এবং নেতাদের নিয়ে রিটানিং অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। পরে নির্বাচনে বিজয়ী হতে প্রার্থীরা ভোটারদের নানা আশ্বাস দিচ্ছেন। তবে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে কোন স্বাস্থ্যবিধি মানছেন না প্রার্থী ও সমর্থকেরা। উল্লেখ্য আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে।