চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে প্রথমে চট্টগ্রাম ও পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
গতকাল গভীর রাতে সাতকানিয়া পৌরসভার উত্তর চরপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তর চরপাড়া এলাকার মনটানা কমিউনিটি সেন্টারের পেছনের একটি বাড়ির রান্না ঘর থেকে হঠাৎ করেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় ওই বাড়িতে আগুন লেগে যায়। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর দগ্ধদের উদ্ধার করে প্রথমে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি ঘটলে পরে ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসকরা বলছেন দগ্ধদের সবাই আশংকাজনক অবস্থায় আছেন। তাদের শরীরের ৩০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে।