চট্টগ্রামের ২৭৭টি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে এক হাজার পুলিশ সদস্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
শারদীয় দূর্গা পূজায় চট্টগ্রামের ২৭৭টি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে এক হাজার পুলিশ সদস্য। প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সকালে সিএমপির সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।পুলিশ কমিশনার বলেন, প্রতিটি মন্দীরে ৬ থেকে ৮ জন করে আনসার সদস্য স্থায়ী ভাবে দায়িত্ব পালন করবেন। বড় দুয়েকটি মন্দির ছাড়া কোন মন্দিরে স্থায়ী পুলিশ পাহাড়া থাকবে না। তবে মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিতে শতাধিক ভ্রাম্যমান টিম কাজ করবে। তাছাড়া দুর্গাপূজা ঘিরে নগরজুরে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথাও জানান সিএমপি কমিশনার।