চট্টগ্রামে অপরিশোধিত তেলবাহী জাহাজে আগুন লেগে দুইজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে অপরিশোধিত তেলবাহী জাহাজে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ৬ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যৌথভাবে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বন্দর কর্তৃপক্ষ। নৌবাহিনী জানায়, পতেঙ্গার পেট্রোসুপার কেমিকেলের জেটিতে নোঙরে থাকা কনডেন্স ওয়েলবাহী এমভি ইরাবতি জাহাজের ইঞ্জিনরুমে আগুন ধরে। তবে, আগুন ট্যাংকারের ভেতরে ছড়াতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে এলে জাহাজ থেকে দু’জনের মরদেহ উদ্ধার হয়। আর আহত অবস্থায় আরো দুই নাবিককে উদ্ধার করে নৌবাহিনী। প্রাথমিকভাবে ধারণা, ইঞ্জিনরুমের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত।