চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের দুই পাশ ও দেওয়ানহাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিডিএ ও জেলা প্রশাসন।
সরকারি বিভিন্ন সংস্থার জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন সেবা সংস্থার নিরাপত্তার নিশ্চয়তা দিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুখ জানান, দীর্ঘদিন ধরেই নগরীর বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরী করেছে ভুমিদস্যুরা। গ্যাস ও পানির লাইনের ওপরেও ঝুঁকিপুর্ণভাবে স্থাপনা তৈরী করেছেন তারা। ভূমিদস্যুদের কবল থেকে সরকারী জমি উদ্ধারের পাশাপাশি সেবা সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিতের এই অভিযান ভবিষ্যতে চলবে।