চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ষোলশহরে ঐতিহ্যবাহী জশনে জুলুস হয়। জুলুসে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক রয়েছে। তবে ভিড়ের কারণে সামাজিক দূরত্ব পুরোপুরি মানা কঠিন হয়ে পড়ছে।
সকাল সোয়া ৮টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুসটি বের হয়। জুলুসটি বিবিরহাট, মুরাদপুর হয়ে প্রধান সড়ক ধরে দুই নম্বর গেট, জিইসির মোড়, ওয়াসা পর্যন্ত থাকে। একই সড়ক দিয়ে আবার জুলুস জামেয়া মাঠে ফিরে আসবে। বৈশ্বিক মহামারী করোনা ও শুক্রবার জুমার নামাজের কারণে এবার জুলুসের রোডম্যাপ সংক্ষিপ্ত করা হয়েছে। জুলুসে অংশ নিতে দূরের জেলা, উপজেলা থেকে ভক্ত ও আশেকরা দলে দলে আসতে থাকেন জামেয়া মাঠে। যেন সব স্রোত এসে মিশছে মোহনায়। জুলুসকে ঘিরে পথে পথে বিতরণ করা হচ্ছে মাস্ক। হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছেন একে অপরের হাত। জুলুস ফিরে জামেয়া মাঠে মিলাদ, জুমার নামাজ ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে করোনামুক্ত বিশ্বের জন্য দোয়া করা হয়।