চট্টগ্রামে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৫:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে রোভার স্কাউট, রেডক্রিসেন্ট এবং সেচ্ছাসেবী এনজিওগুলোকে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন। এতে কাজ না হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা নিয়মিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মমিনুর রহমান।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। জেলা প্রশাসক বলেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এখনি নিষেধাজ্ঞা দেয়ার কোন পরিকল্পনা প্রশাসনের নেই। তবে সবক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামুলক করতে তৎপর তারা। হোটেল, ক্লাব বা কমিউনিটি সেন্টারে ধারণ ক্ষমতার সর্বোচ্চ চার ভাগের এক ভাগ লোক সমাগম করা যাবে। এর ব্যত্যয় ঘটলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন প্রয়োগে প্রশাসন কঠোর হবে বলেও জানান তিনি। আগামীকাল থেকেই চট্টগ্রামের সব এনজিও ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা- জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করোনা প্রতিরোধে মাঠে নামবে বলে জানান জেলা প্রশাসক।