চট্টগ্রামে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছে মাত্র এক শতাংশ মানুষ
- আপডেট সময় : ০৩:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে আগ্রহ দেখাচ্ছেন না চট্টগ্রামের মানুষ। এ পর্যন্ত মাত্র এক শতাংশ বুস্টার ডোজ নিয়েছে বন্দরনগরীর বাসিন্দারা। এতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা বলছেন, ভয়াবহতা কমলেও মরণব্যাধী করোনার অস্তিত্ব হারায়নি এখনো। টিকা নিতে অনাগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের বেপরোয়া চলাচলে ফের ঘটতে পারে করোনার বিস্তার।
২০২০ সালের তেশরা এপ্রিল, করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় বন্দর নগরী চট্টগ্রামে। এরপর সংক্রোমনের চুড়ান্ত পর্যায়ে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়ায়।
জেলা সিভিল সার্জন অফিসের হিসেবে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬২৯ জন। যাদের মধ্যে ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে।
গেল এক মাসে করোনায় মৃত্যুর কোন খবর নেই। আক্রান্তের সংখ্যা হাতে গোনা। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করায় এমন সুফল এসেছে বলে দাবি চিকিৎসকদের।
স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার ভয়াবহতা কমে আসার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্য বিধি মানায় অনিহা তৈরী হয়েছে। টিকা নিতেও আর আগের মতো আগ্রহ দেখাচ্ছে না কেউ।
চিকিৎসক নেতারা বলছেন, এভাবে চলতে থাকলে ফের বাড়তে পারে করোনা সংক্রমন।
চট্টগ্রামের ৭৩ লাখ ১০ হাজার ৪৯ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৩ লাখ ৫১ হাজার ৩৩৭ জন। কিন্তু বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা এক লাখেও পৌছেঁনি।