চট্টগ্রামে কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি ফার্ণিচারের গুদাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের নিমতলা এলাকায় কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি ফার্ণিচারের গুদাম।
ভোর সাড়ে৪ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, নিমতলা কলোনিসহ সেখানকার আবাসিক এলাকার মধ্যেথাকাকাঠের গুদাম থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায়, মুহূর্তের মধ্যে পাঁচটি কাঠের গুদাম সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আগুন বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে, অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কাঠ ব্যবসায়ীরা।