চট্টগ্রামে গভীর রাতে এক শিল্পপতির বাড়িতে হামলা
- আপডেট সময় : ০৯:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে গভীর রাতে এক শিল্পপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় দু’দিনেও মামলা নেয়নি পুলিশ। ভুক্তোভোগীদের অভিযোগ– ৪ ঘন্টার বেশি সময় ধরে তাণ্ডব চলাকালে একাধিকবার পুলিশের সহযোগিতা চেয়েও পাননি তারা।
চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন ম্যানোলা কোম্পানীর মালিক সৈয়দ জিয়াদ রহমানের ম্যানোলা বাংলোয় এই ঘটনা ঘটে। ভুক্তোভোগীরা জানান, ভোরে হঠাৎ করেই তাদের বাড়িতে শতাধিক সশস্ত্র যুবক প্রবেশ করে। বাড়ির লোকদের বাইরের একটি গাড়ির মধ্যে আটকে রেখে ভেতরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। লাইসেন্স করা ৩টি বন্দুকসহ অন্তত ৫০ ভরি স্বর্ণ ও কয়েক লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় সিএমপি কমিশনারসহ পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন করে সহায়তা চেয়েও পাননি তারা। হামলাকারীরা একটি হাউজিং কোম্পানীর সাইনবোর্ড ও বেশকিছু নির্মাণ সামগ্রীও নিয়ে আসে। তাই শুধু হামলা বা লুটপাটই নয় পুরো বাড়িটি দখলে নেয়ার চেষ্টা চালানো হয়েছিলো বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এই ঘটনায় দু’দিনেও মামলা কিংবা কাউকে গ্রেফতার করেনি চকবাজার থানা।