চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারে লিকেজ, ৫ জন দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে চট্টগ্রামের বাকলিয়ায় অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে প্রদীপ দাস নামের একজন অবস্থা আশংকাজনক।
গেলোরাতে নগরীর বাকুলিয়ার ভরাপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার আবদুল হামিদ মিয়া বাসার রান্নাঘর লাগোয়া একটি রুমে ৫ বন্ধু বসে তাস খেলছিলেন। এক পর্যায়ে একজন সিগারেট ধরানোর জন্য গ্যাস লাইট জালানোর সঙ্গে-সঙ্গে রুমটিতে আগুন লেগে যায়। এতে রুমের ভেতরে থাকা ৫ জনই দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ধারণা রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে।