চট্টগ্রামে জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্দ্যোগে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডস্থ নুর কনভেনশন হলে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি- ফাউন্ডেশনের প্রধান-নির্বাহী ফরিদ মাহমুদ বলেন, অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে জনক-জননী ফাউন্ডেশন। সমাজের উন্নয়নে নিজেদের এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি। ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সাবের আহমেদ সওদাগর, লায়ন এম শওকত আলী, এবিএম লুৎফর হক খুশি ও শেখ নাছির আহমেদ এসময় উপস্থিত ছিলেন।