চট্টগ্রামে দুই ভোট কেন্দ্রে আগুন
- আপডেট সময় : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ২১৮৩ বার পড়া হয়েছে
নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতাল পালনে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিলসহ বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা।
চট্টগ্রামের খুলশি ও বন্দর এলাকায় দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে বন্দর এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে হঠাৎ হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে একদল যুবক। এর কিছুক্ষণের মধ্যেই স্কুলের ২/৩ টি রুমে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোরে মশাল মিছিল করে জেলা যুবদল। গতকাল সন্ধ্যার পর দত্তপাড়া এলাকা থেকে মশাল মিছিল বের হয়। অংশ নেন যুবদল-ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন বাস্তবায়ন ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতাল সমর্থনে ঝটিকা মশাল মিছিল বের করে নারায়ণগঞ্জ জেলা যুবদল। এসময় ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হওয়ার খবর পাওয়া গেছে।
৭ জানুয়ারির একতরফা ডামি নির্বাচন বর্জন ও শেখ হাসিনার পদত্যাগ দাবিতে জয়পুরহাটে হরতালের সমর্থনে বিক্ষোভ মশাল মিছিল করেছে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপি নেতা-কর্মীরা। গতকাল রাত ৮ টার দিকে খনজ্জনপুর, আমতলী, পুরানোপৈল এলাকায় আলাদাভাবে মিছিল করেন তারা।
হরতাল সমর্থনে চুয়াডাঙ্গাতেও মশাল মিছিল করেছে বিএনপি। গতরাতে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে মিছিল বের করা হয়। অপরদিকে আলমডাঙ্গা শহরে মশাল মিছিল করে স্থানীয় বিএনপি। এ সময় বক্তারা ভোটারদেরকে ৭ জানুয়ারী পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানান।