চট্টগ্রামে দেশ মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিক সীলগালা
- আপডেট সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৮১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ভুয়া ডাক্তার আর নার্স দিয়ে পরিচালনার অভিযোগে দেশ মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিক সীলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। আরো দুটি ক্লিনিকের লাইসেন্সে ত্রুটি থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে।
সকালে হঠাৎ অভিযান চালিয়ে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বাস্থ্য বিভাগ। চট্টশ্বরি রোডের দেশ মেডিকেলে অভিযান চালানো হয়। কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে চুক্তি ও নার্সদের ডিগ্রি না থাকায় প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয়া হয়। এছাড়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফেয়ার হেলথ ইউনিট টু ও হেলথ হোম নামের দুটি প্রতিষ্ঠানের অনুমোদনপত্রে ত্রুটি পায় স্বাস্থ্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেয়া সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, প্রথম দিনে ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে।