চট্টগ্রামে পাসপোর্ট অফিসে বন্ধ হয়নি দালালের দৌরাত্ম
- আপডেট সময় : ০৬:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পাসপোর্ট অফিসে বন্ধ হয়নি দালালের দৌরাত্ম। বহিরাগত দালালের পাশাপশি জড়িত পাসপোর্ট অফিসে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর অসাধু সদস্যরা। পাসপোর্ট পেতেও গ্রাহকের ভোগান্তি কমছে না সহজে। বরাবরের মতোই অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পাসপোর্ট অফিস।
মোবাইলের গোপন ফুটেজে দেখা যাচ্ছে চট্টগ্রামের পাঁচলাইশে পাসপোর্ট অফিসের ভেতরে গ্রাহকের কাছ থেকে টাকা নিচ্ছেন এক পুলিশ সদস্য। টাকা নেয়ার পরই কাজের গতি বাড়ান ওই পুলিশ সদস্য এবং তার পেছনে পেছনে যান পাসপোর্ট প্রত্যাশীও। এ ধরণের ঘটনা পাসপোর্ট অফিসে এখন নিত্যদিনের। দালালদের পাশাপাশি কিছু ট্রাভেল এজেন্সিও জড়িত রয়েছে পাসপোর্ট বানানোর কাজে। ভুক্তভোগীরা বলছেন, দালাল ছাড়া পাসপোর্ট পেতে ভোগান্তি হয় আরো বেশি।
পুলিশ সদস্যরা দালালীর কাজে জড়িত থাকলেও এ বিষয়ে কোন অভিযোগ নেই বলে জানান পাসপোর্ট অফিসের পুলিশ ইনচার্জ। আর পাসপোর্ট প্রত্যাশিদের ভোগান্তি কমাতে সর্বদা সজাগ থাকার কথা জানান পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা।
পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া না হলে পাসপোর্ট প্রত্যাশিদের ভোগান্তি কমানো সম্ভব হবে না বলে মনে করেন ভুক্তভোগীরা।