চট্টগ্রামে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হামলায় এক ব্যক্তির মুত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হামলায় আহত রফিক উদ্দিন নামের এক ব্যক্তির মুত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গেল ২৬ মার্চ চট্টগ্রামের চন্দনাইশে এই হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধিন অবস্থায় সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রফিকের স্ত্রী রওশন বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন তার স্বামী। বিকেলে বিচার চাইতে চন্দনাইশ থানায় গেলে উল্টো পুলিশ তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে থানার ভেতরেই সন্ত্রাসীরা আরেক দফা হামলা চালায় রফিকের ওপর। গুরুতর আহত অবস্থায় পরদিন তাকে কারাগারে পাঠায় চন্দনাইশ থানা পুলিশ। কারাগার থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।