চট্টগ্রামে প্রতারক মেজবাহ উদ্দিন চৌধুরী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
সাগরে অবস্থান করা বিদেশি জাহাজ দেখিয়ে তা স্ক্র্যাপ হিসেবে বিক্রি, আবার কখনো জাহাজ ভাঙ্গা ব্যবসার শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া- চট্টগ্রামের চিহ্নিত মেজবাহ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে রেব।
গেলরাতে নগরীর হামজারবাগ এলাকায় তার বোনের বাসা থেকে মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়। রেব জানায়, এর আগে প্রতারণার অভিযোগে ১১টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে মেজবাহ চৌধুরীর। আরো ১১ মামলার ওয়ারেন্ট রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে। দীর্ঘদিন ধরে প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে কখনো জাহাজ, কখনো স্বর্ণ, কখনো ডায়মন্ডের ব্যবসার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সে। একপর্যায়ে প্রতারণার শিকার মানুষের কাছে তার আসল চেহারা উন্মোচিত হলে গা ঢাকা দেয় সে।