চট্টগ্রামে ভবন মালিক নেজাম পাশাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় কেয়ারটেকারকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ভবন মালিক নেজাম পাশাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় কেয়ারটেকার মোহাম্মদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর তামাকুণ্ডলেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গেল ২৭ সেপ্টেম্বর সকালে জালালাবাদ এলাকার নিজের নির্মানাধীন ভবনের নিচ তলা থেকে নেজাম পাশার মরদেহ উদ্ধার করে পুলিশ। পড়ে তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে গতকাল রাতে গ্রেফতার করা হয় ওই ভবনের কেয়ারটেকার হাসানকে। তার কাছ থেকে নেজাম পাশার ব্যবহৃত মোবাইলসহ ছিনিয়ে নেয়া আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হাছান পুলিশকে জানিয়েছে, টাকা ছিনতাই করার উদ্দেশ্যেই নেজাম পাশাকে হত্যা করে সে। প্রথমে নিজের রুমের খাটের নিচে ও পড়ে ইট কাঠের ভেতরে তার মরদেহ ফেলে দেয় । তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ সংশ্লিষ্ট আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানায় পুলিশ।