চট্টগ্রামে লাইসেন্স ছাড়া হাসপাতাল চালানোর অভিযোগে অভিযান
- আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে লাইসেন্স ছাড়া হাসপাতাল চালানোর অভিযোগে চকবাজারের সিটি হেলথ মেডিকেল ও আল আমিন হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করেছে স্বাস্থ্যবিভাগ। বুধবার সন্ধ্যা থেকে টানা অভিযান চালিয়ে এই দুই প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। এদিকে সিভিল সার্জন জানান, চট্টগ্রাম আরো অনেক হাসপাতাল আছে যাদের লাইসেন্স এখনও নবায়ন করা হয়নি। তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রাখা হয়েছে।
অবৈধভাবে গর্ভপাত করার সময় কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিটি হেলথ ক্লিনিকের মালিক, নার্স ও এক আয়াকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন এই হাসপাতালে এমন সব অনৈতিক কর্মকাণ্ড চলছিলো বলে জানায় পুলিশ।
সকালে সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান। তিনি বলেন গেল ১৪ মে অবৈধ গর্ভপাত করতে এক কলেজ ছাত্রীকে ওই হাসপাতালে ভর্তি করে তার বন্ধু। ১৫ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা বলে মৃত ছাত্রীর পরিবারকে খবর পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার মরদেহ বুঝে নেয়ার পর সন্দেহ হলে থানায় অভিযোগ করে। এরপর থেকে হাসপাতালটির ওপর নজরদারি শুরু করে প্রশাসন। একপর্যায়ে অবৈধ কর্মকাণ্ডের নিশ্চয়তা পেয়ে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে গতরাতে হাসপাতালটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।