চট্টগ্রামে শিশুপার্কের জায়গায় ফের থিম পার্ক তৈরি করতে চায় সিটি কর্পোরেশন
- আপডেট সময় : ১১:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫২০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কাজির দেউড়িতে জেলা প্রশাসনের ভেঙ্গে ফেলা শিশুপার্কের জায়গায় ফের থিম পার্ক তৈরী করতে চায় সিটি কর্পোরেশন। এরইমধ্যে পার্কের জন্য নির্ধারিত জমিটি চসিকের পক্ষে বরাদ্দ চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। জায়গা বরাদ্দ পেলে নগরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করার কথা জানান সিটি মেয়র। আর নগরবিদরা বলছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যেতে চলেছে। তাই যা-ই করা হোক তা পরিকল্পিতভাবে করার দাবি তাদের।
চট্টগ্রাম নগরীর প্রথম ও প্রধান শিশুপার্ক হিসেবে পরিচিত ছিলো কাজিরদেউড়ি এলাকার সার্কিট হাউজ সংলগ্ন এই শিশুপার্কটি। পার্কের পেছনে জিয়া স্মৃতি জাদুঘরের অবস্থান। পার্কে আসা দর্শনার্থিদের অনেকেই যেতেন এই যাদুঘরে। ফুটেজ-১
আর এই কারণেই পতিত ফ্যাসিস্ট সরকারের লক্ষ্যবস্তু হয়ে ওঠে জনপ্রিয় এই পার্কটি। কোন কারণ ছাড়ায় পার্কটি উচ্ছেদের দাবিতে মাঠে নামে আওয়ামীলীগ নেতাকর্মীরা। দাবি মেনে তড়িত গতিতে পার্কটি উচ্ছেদও করে জেলা প্রশাসন। ফুটেজ-২
উচ্ছেদের পর থেকে পরিত্যক্ত পড়ে আছে বিশাল এই এলাকাটি। ১৩ মাস পর সিটি কর্পোরেশনের নতুন মেয়র এসে একই জায়গায় থিমপার্ক করার উদ্যোগ নিয়েছেন। ফুটেজ-২
আর নগরবিদরা বলছেন, জেলা প্রশাসন সিটি কর্পোরেশনসহ বেশ কয়েকটি সরকারী সংস্থা ঐক্যবদ্ধভাবে শর্তভঙ্গের অভিযোগে চট্টগ্রামের প্রথম পার্কটি উচ্ছেদ করে। এক বছরের মাথায় ফের নতুন করে পার্ক তৈরীর বিষয়টি সরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও অদুরদর্শিতাই ফুটে ওঠে। ফুটেজ-২
কাজির দেউড়ি ছাড়াও বহদ্দারহাটের জিয়া স্মৃতিপার্কসহ চট্টগ্রামের বেশ কয়েকটি পার্ককে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে সিটি কর্পোরেশনের। ফুটেজ-৩