চট্টগ্রামে সরকারী খাদ্যগুদামের তিন ট্রাক চাল জব্দ
- আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সিটি গেইট এলাকার একটি বেসরকারী গুদামে আনলোড করার সময় সরকারী খাদ্যগুদামের তিন ট্রাক চাল জব্দ করেছে পুলিশ।
ভোরে পরিত্যক্ত মডার্ন ন্যাশনাল কটন মিলের গুদামের সামনে থেকে এই চাল জব্দ করা হয়। পুলিশ জানায়, পাহাড়তলীর চাল ব্যবসায়ী ফারুক ট্রেডিংয়ের মালিক তিন বছর ধরে পরিত্যক্ত ওই কটন মিলের একটি গুদাম ভাড়া নিয়ে চোরাই সরকারী চাল কেনাবেচা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই গুদামে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল চুরির সঙ্গে জড়িতরা সবাই পালিয়ে যায়। গুদামের গার্ডরা জানান, প্রতিদিন ৫/৬ ট্রাক সরকারি চাল এই গুদামে এনে বস্তা বদলে বিক্রি করতো চাল চোর সিন্ডিকেটের হোতা ফারুক। জব্দ করা ট্রাক তিনটির মধ্যে একটি দেওয়ানহাট ও দুটি হালিশহর সরকারি খাদ্যগুদাম থেকে খাগড়াছড়ির দিঘীনালা এলএসডির উদ্দেশ্যে বের হয়। খাদ্যগুদামের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরিবহণ ঠিকাদার সিন্ডিকেটের যোগসাজোসে এই চাল খালাস করা হচ্ছিল বলে জানায় পুলিশ।