চট্টগ্রামে সাত লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে রেব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সাত লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে রেব। গতরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রেব জানায়, ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে শেষ মুহুর্তে বেচাকেনা জমে ওঠায় জাল টাকার কারবারীরা সক্রিয় হয়ে ওঠায় হাটসহ আশপাশের এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায় রেব। একপর্যায়ে চমেক হাসপাতালের পূর্ব গেটে মদিনা ষ্টোরের সামনে সন্দেহজনক চলাফেরায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে রেব সদস্যরা। তার হাতে থাকা একটি কার্টুনে জাল টাকার বিভিন্ন নোট পাওয়া যায়। রেবের দাবি, বান্দরবন থেকে জাল টাকা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন বাজারে চালানোর উদ্দেশে নিয়ে আসে আশরাফুল। রেব জানায়, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী এলাকায় জাল টাকা সরবরাহ করতো বলে স্বীকার করেছে।