চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলার আসামীকে ২৪ বছর পর চাঁদপুর থেকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সহকর্মীকে হত্যা চেষ্টা মামলার আসামীকে ২৪ বছর পর চাঁদপুর থেকে গ্রেফতার করেছে রেব।
অ্যাসিডে ঝলসে দেয়ার পর আগুনে পুড়িয়ে মারা চেষ্টা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পায় কামাল হোসেন। মামলার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে আগ্রাবাদের একটি ফ্রিজ মেরামতের দোকানে চাকরিসূত্রে আরেক কর্মচারি জাকেরিয়ার বিরোধ হয়। এরই জেরে জাকেরিয়াকে অ্যাসিড ছুঁড়ে মারার পর মৃত্যু নিশ্চিত করতে গায়ে আগুন ধরিয়ে দেয় কামাল। সৌভাগ্যবসত বেঁচে যায় জাকেরিয়া। এই ঘটনায় জাকেরিয়ার বাবা বাদী হয়ে মামলা করলে আদালত কামালকে পলাতক অবস্থায় যাবজ্জীবন সাজা দেয়। গোপন তথ্যের ভিত্তিতে কয়েক দিনের চেষ্টায় গেলো রাতে চাঁদপুর থেকে কামালকে গ্রেফতার করে রেব। রেব জানায় ৮টি মামলায় অভিযুক্ত এই কামাল হোসেন।