চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লিড নেয়ার অপেক্ষায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লিড নেয়ার অপেক্ষায় বাংলাদেশ। তৃতীয় দিন শেষে শ্রীলংকার চেয়ে ৭৯ রানে পিছিয়ে টাইগাররা। লঙ্কানদের প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবে ৩ উইকেটে ৩১৮ রানে দিন শেষ করেছে মুমিনুলের দল। দশম সেঞ্চুরি তুলে ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তামিম। ২৬তম ফিফটি তুলে মুশফিক অপরাজিত ৫৩ রানে। ৫৪ রানে সঙ্গী লিটন দাস।
সাদা পোশাকে রঙ্গীন তামিম। তিন বছর পর ক্রিকেটের বনেদি ফরম্যাটে সেঞ্চুরি বলে কথা। নিজের হোম গ্রাউন্ডে যা সাত বছর পর। ইনিংসে হিসেবে ১৬ ইনিংসে পর শতকের দেখা পেলেন দেশ ওপেনার। তবে, কি শুধুই সেঞ্চুরি? ইনিংস জুড়ে কর্তৃত্ব আর দাপটেরও ছাপ বটে।
স্বস্তি অস্বস্তিতে রূপ নিতেও সময় লাগেনি। ক্লান্ত তামিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ১৩৩ রানে অপরাজিত থেকে।
দ্বিতীয় দিনের শেষ আর তৃতীয় দিনের শুরু কতোই না মিল বাংলাদেশের। নেপথ্যে দুই অপরাজিত ব্যাটার তামিম-মাহমুদুল হাসান জয়। এ দুইয়ের ১৬২ রানের জুটি ভাঙ্গে জয় ৫৮ রানে করে ফিরলে।
তবে, ভুল করেননি তামিম। ৩২তম অর্ধশতককে দশম শতকে রূপ দিয়েছেন দেশসেরা ওপেনার। যা লঙ্কানদের বিপক্ষে প্রথম সেঞ্চুরি।
বাংলাদেশের সফলতার দিনে ব্যর্থতার গল্পও আছে। এ যেমন নাজমুল শান্ত ও মুমিনুল হক। প্রমাণের সুযোগ পেয়েও ব্যর্থ শান্ত। আর টানা ছয় ইনিংসে দশের নিচে আউট মুমিনুল।
তবে, বিপদ আর বাড়তে দেননি দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ৯৮ রানের জুটিতে দিনের বাকি সময় পার করেছেন এই দুই ব্যাটার। ২৬তম ফিফটি তুলে মুশফিক অপরাজিত ৫৩ রানে। ৫৪ রানে সঙ্গী লিটন দাস।
৭৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন পার করলো বাংলাদেশ। চতুর্থ দিন লিডের অপেক্ষায় স্বাগতিক শিবির।আপস…
নূর উদ্দিন খান এসএটিভি স্পোর্টস ডেস্ক।