চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ
- আপডেট সময় : ০৩:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন প্রথম ইনিংসে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ৪০১ রান।
৩ উইকেটে ৩১৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ব্যাটার। নামের পাশে তৃতীয় দিনের ৫৩ রান ছিল মুশফিকুর রহিমের আর লিটন দাসের ছিল ৫৪। এদিন প্রথম সেশনে কোন বিপদ হতে দেননি লিটন-মুশফিক। তবে, দ্বিতীয় সেশনে হতাশ বাংলাদেশ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৮৮ রানে সাজঘরে ফেরেন লিটন। দ্বিতীয়বার মাঠে নেমে তামিম ইকবালও সুবিধা করতে পারননি। আগের দিন ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। এদিন কোন রান যোগ না করেই ফিরেছেন তিনি। তবে, টেস্টের ২৬তম ফিফটিতে অবিচল মুশফিক। এরই মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তৃতীয় দিন ফিফটি তুলেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এর আগে, প্রথম ইনিংসে ৩৯৭ রান করে শ্রীলঙ্কা।