চট্টগ্রাম থেকে সারাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় : ০১:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
রেলওয়ে পুর্বাঞ্চলের রানিং ষ্টাফরা অতিরিক্ত দায়িত্ব পালন না করায় চট্টগ্রাম থেকে সারাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চালক সংকটে অভ্যন্তরীন রুটের সিডিউল বিপর্যয়ের পাশাপাশি নাজির হাট ও দোহাজারী রুটের শাখা ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চালক সংকটের কারনে গত রোববার থেকে সারাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম বন্দর হয়ে দেশের নানা প্রান্তে পণ্য পরিবহনে সংকটে পড়েছেন আমদানী রপ্তানীকারকেরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, রেলওয়ে পুর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ২২ শো রেল চালকের স্থানে ৯ শো জন কর্মরত আছেন। রানিং এলাউন্স বা ওভার টাইমের বিনিময়ে কম জনবল থাকলেও সবাই অতিরিক্ত ডিউটি পালন করায় সার্ভিস অব্যহত রাখা গেছে। কিন্তু সম্প্রতি মন্ত্রণালয় থেকে রানিং এলাউন্স বন্ধের নির্দেশ দেয়ার পর চালক ও স্টাফরা অতিরিক্ত ডিউটি বন্ধ করে দিয়েছে। ফলে সব ধরনের পণ্য পরিবহণ বন্ধ রাখার পাশাপাশি সিডিউল রক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে সংকট নিরসনে মন্ত্রনালয়ে কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার।