চট্টগ্রাম বন্দরের জাহাজ জট; ইয়ার্ডে কন্টেইনারের স্তুপ
- আপডেট সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে বিদেশি জাহাজের দীর্ঘ জট তৈরী হয়েছে চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গোরে। ইয়ার্ডগুলোতেও জমেছে কন্টেইনারের স্তুপ। বন্দর কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটির অজুহাতে আমদানীকারকরা সঠিক সময়ে পণ্য ডেলিভারি না নেয়ায়, যে জট তৈরী হয়েছে, তা স্বাভাবিক হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এদিকে সমুদ্রু বাণিজ্যে জাহাজের তীব্র সংকটের মাঝে এমন জট দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রধান বন্দরের ভাবমুর্তি নষ্টের আশংকা করছে চট্টগ্রাম চেম্বার।
করোনার পর থেকে বড় ধরনের কোন জটের মুখোমুখি হয়নি চট্টগ্রাম বন্দর। পণ্যবোঝাই জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় আসার কয়েক ঘন্টার মধ্যে কোন কোনটি সরাসরি জেটিতে এসেও নোঙ্গর করেছে। ইয়ার্ডগুলোতে ৫৫ হাজার টিউস কন্টেইনার ধারণক্ষমতা থাকলেও দুই বছর ধরে তা ৩৫ হাজারের ওপরে ওঠেনি।
কিন্তু এ’বছর ঈদের ছুটি দীর্ঘায়িত হওয়ায় ভয়াবহ জটের মুখোমুখি দেশের প্রধান এই বন্দর। বহি:নোঙ্গোরে ১৯ টি পণ্যবোঝাই জাহাজ অপেক্ষা করছে আর ইয়ার্ডে কন্টেইনারের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার টিউস।
চট্টগ্রাম চেম্বার বলছে, করোনার পর যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্য কমে আসায় সমুদ্রে বাণিজ্যিক জাহাজের তিব্র সংকট চলছে। এই সময়ে বন্দরের এমন জট দীর্ঘায়িত হলে বিদেশি জাহাজ আসতে চাইবে না বাংলাদেশে।
আর বিজিএমইএ বলছে, ঈদের ছুটিতে বন্দর কর্তৃপক্ষ সক্রিয় থাকলেও ব্যাংক, শিপিং এজেন্ট, সিএন্ডএফসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগীতা মেলেনি। সবপক্ষ আন্তরিক হলে এই সংকট দীর্ঘায়িত হবে না।
খাতা কলমে ছুটির সময় বন্দরের জেটিতে পণ্য ওঠা-নামা চালু থাকলেও কন্টেইনারগুলোর গন্তব্য আলাদা আলাদা জায়গায় হওয়ায় অপারেশনেও নেমেছে স্লথগতি।