চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যটন সুবিধায় আনা ১৩০টি বিলাশবহুল গাড়ির হদিস পাচ্ছে না কাস্টম হাউজ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যটন সুবিধায় আনা ১৩০টি বিলাশবহুল গাড়ির হদিস পাচ্ছে না কাস্টম হাউজ। ১০ বছর আগে পর্যটন সুবিধা ব্যবহার করে শুল্কমুক্তভাবে গাড়িগুলো খালাস করেছিলো বাংলাদেশে অবস্থান করা বিদেশী ও বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসীরা। কাস্টমস বলছে, গাড়িগুলো উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একাধিকবার তাগাদা দিয়েও কোন কাজ হয়নি। আর বিআরটিএ বলছে, জাল রেজিষ্ট্রেশন আর ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করে এসব গাড়ি রাস্তায় চলছে দীর্ঘদিন ধরে।
কাস্টমসের হিসেবে ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এই সুবিধায় খালাশ হওয়া ১৩০ টি গাড়ির আর হদিস পায়নি তারা। কাস্টমস কমিশনারের ধারণা, গাড়িগুলো রং বদলে, জাল রেজিষ্ট্রেশন আর ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করে চলাচল করছে দেশজুড়ে।
বিআরটিএ বলছে, শুল্কো ফাঁকি দিয়ে খালাস করার কোন যানবাহনের বৈধ রেজিষ্ট্রেশন করার সুযোগ নেই। পর্যটন সুবিধায় আনা গাড়িগুলো অবৈধভাবে চলছে রাস্তায়।
আর গাড়ি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ শুল্ক আর কাস্টমসের হয়রানীর কারনে শুল্ক ফাঁকি কিম্বা অবৈধ গাড়ি ব্যবহারের প্রবণতা বাড়ছে বাংলাদেশে। এর সঙ্গে জড়িত প্রশাসনের কর্মকর্তারাও।
বন্দরে খালাসের অপেক্ষায় থাকা ১১৩টি গাড়ি আটকা পড়ে আছে। ১০ বছর পর নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস।