চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দলের চেয়ারম্যান জি এম কাদেরের ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
দুপুরে নগরীর চকবাজার এলাকায় মহানগর কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন নগর জাতীয় পার্টির সভাপতি সোলাইমান আলম শেঠ। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন, আবু জাফর মাহমুদ কামাল, মৌমিতা এরশাদসহ নেতাকর্মীরা। এসময় জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদসহ অনেকে। এসময় বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত পর্যালোচনা সভা করেছে কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারিতে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সরকার ঘোষিত সকল প্রণোদনা বাস্তবায়ন ও ব্যাংকের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে এমপি-ফিফটিন ফুটবল টুর্ণামেন্ট।
দুপুরে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী। এসময় তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই সমাজের সর্বত্র খেলাধুলার চর্চা বাড়াতে হবে। লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এহছানুল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে দু’দিনব্যাপী গ্রামীণ পিঠা উৎসব।
সকালে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতি ‘বি’ ব্লকের উদ্যোগে পিঠা উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, যুগের পরিবর্তনের সাথে-সাথে ক্রমশ হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মুখরোচক গ্রামীণ সব পিঠা। এ পিঠা উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম গ্রামীন সব পিঠা সম্পর্কে সম্যক ধারণা পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট জিয়া উদ্দীন আহমদ। পরে বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন অতিথিরা।
হযরত মাওলানা শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর অন্যতম খলিফা মুর্শিদে কামেল সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ মাইজভান্ডারী বার্ষিক খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে হারুন ভান্ডার শরীফে ফজরের নামাজের পর মিলাদ ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মীর মোহাম্মদ কামাল উদ্দীন। উপস্থিত ছিলেন ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি, মাওলানা হাফেজ আলী আজগরসহ অসংখ্য ভক্তরা।