চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে করোনার বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে।
১৮ বছর থেকে তদুর্ধ বয়সী যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস অতিবাহিত হয়েছে তারাই বুস্টার ডোজ নিতে পারবেন। জেলা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেন। জানানো হয়, নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস মিলনায়তন এবং পার্শ্ববর্তী অফিসার্স ক্লাব কেন্দ্রসহ ৪টি কেন্দ্রে সকাল থেকে দেয়া হবে বুস্টার ডোজ। বুস্টার ডোজ গ্রহণে কোন এসএমএস প্রয়োজন না হলেও টিকা গ্রহণকারীকে টিকা কার্ড সঙ্গে আনতে হবে। দৈনিক ১০ হাজার মানুষকে বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
সিটি কর্পোরেশনের বেধে দেয়া সময়ের পরও পলিথিন ব্যবহার করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
দুপুরে সিটি কর্পোরেশনের উদ্যোগে রিয়াজউদ্দীন বাজারে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় এ কথা বলেন মেয়র। তিনি বলেন, পলিথিনের কারণে নগরীর নালা-নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া পলিথিন ব্যবহারে কিডনী, লিভার, ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার বন্ধে প্রাথমিকভাবে লিফলেট বিতরণ করা হচ্ছে। এরপরও ব্যবহার করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চল এর অনবোর্ড ও ক্যাটরিং সেবা কার্যক্রম পরিচালনা সম্পর্কিত আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
চট্টগ্রাম রেল ষ্টেশনে আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে চট্টগ্রাম এর চীফ কর্মাশিয়াল ম্যানেজার পূর্ব মোহাম্মদ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহাম্মদ আবুল কালাম চৌধুরী, অতিরিক্ত চীফ কর্মাশিয়াল ম্যানেজার জোবেদা আক্তার, রেলওয়ে অনবোর্ড ক্যাট্যারিং সার্ভিস প্রোভাইডার ওনার্স এসোসিয়েশন সভাপতি শহিদুল ইসলামসহ আরও অনেকে। এই সময় বক্তারা বলেন, মানুষ যেন স্বস্তিতে ও স্বাচ্ছন্দ্যে রেলে যাতায়াত করতে পারে, সেটিই মূল লক্ষ্য। আর এই জন্য প্রশিক্ষণ এর বিকল্প নেই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষককে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি করার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আখতারসহ ৪ জনকে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পাশাপাশি আইন মেনে ওই বিভাগে সভাপতি নিয়োগের নির্দেশনাও দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। জানানো হয়, ১৩ মার্চ হাইকোর্টের নির্দেশনা পৌঁছেছে বিশ্ববিদ্যালয়ে । আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশনাও দেয়া হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বিধি লঙ্ঘন করে অন্য বিভাগের শিক্ষককে সভাপতি রাখার অভিযোগে হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেনসহ তিন শিক্ষক।পরবর্তীতে ১০ মার্চ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন জারি করেন।