চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
অবশেষে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণের ডিজাইন করতে দু’টি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১২৬ কোটি ৪৯ লাখ টাকা খরচে বড় এই প্রকল্পের ড্রইং-ডিজাইন ও টেন্ডার ডকুমেন্ট তৈরীর দায়িত্ব পেয়েছে কোরিয়ার কুনওয়া ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটিং কোম্পানী এবং ডিয়েনইয়াং ইঞ্জিনিয়ারিং কোম্পানী নামের দুটি প্রতিষ্ঠান। আগামী ১শ’ বছরে বন্দরের চাহিদা মেটাতে উত্তর কাট্টলীর সাগরপাড়ে এই বে-টার্মিনাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এর জন্য চ্যানেলের ড্রাফট তৈরী, সাগরের উত্তাল ঢেউ থামাতে ব্রেকওয়াটারসহ আনুষাঙ্গিক অনেক কিছুর প্রয়োজন বলে জানিয়েছেন বন্দর বিশেষজ্ঞরা।
করোনার ধাক্কা কাটিয়ে দু’বছর পর ঈদ উপলক্ষে ৬টি স্পেশাল ট্রেন চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে পুর্বাঞ্চল। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে ঈদের অন্তত ৫ দিন আগে টিকিট দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
রেলওয়ে পুর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ জানায়, করোনার কারণে গেল দু’বছর ধরে ঈদে যাত্রী বহণ করেনি রেলওয়ে। তাই এবার যাত্রীর চাপ অন্যান্য বারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে। পুর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চাপ সামলাতে চাঁদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ রুটে ৬টি স্পেশাল ট্রেন পরিচালনার প্রস্তুতি নেয়া হয়েছে। যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন সে ব্যাপারে অনলাইন ও কাউন্টার– দুই পদ্ধতিতেই টিকেট বিক্রির প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানায় রেলওয়ে।
রপ্তানী না করে প্রণোদনার ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৮টি রপ্তানীকারক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত এবং ৫টি সিএন্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ।
কাস্টমস জানায়, গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অন্তত ২৫টি রপ্তানীকারক প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করা হয়। এসময় ঢাকার বিজয়নগর ঠিকানার ডো-এম্পেক্স, এমএস খান এন্টারপ্রাইজ, জেটিএফ ইন্টারন্যাশনাল, মাসালা ফুডস লিমিটেডসহ ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রপ্তানী না করে প্রণোদনার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অস্তিত্বও পাওয়া যায়নি। অর্থাৎ শুধু ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে সরকারের প্রণোদনা সুবিধা আত্মসাৎ করা হয়েছে। এসব কাজে কেএইচএল এক্সিম লিমিটেড, একে এন্টারপ্রাইজসহ ৫টি সিএন্ডএফ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।
চট্টগ্রামে থানা আক্রমণের পরিকল্পনা নিয়ে গ্রেনেড মজুদের মামলায় নব্য জেএমবির এক সদস্যকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দুপুরে চট্টগ্রামের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালরের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম এ রায় দেন। দণ্ডিত আশফাকুর রহমান ওরফে রাসেলের বাড়ি ময়মনসিংহ জেলায়। ২০১৮ সালের ১ জানুয়ারি রাতে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর সদরঘাট এলাকার একটি বাসা থেকে আশফাকুর ও এক কিশোরকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এসময় তাদের কাছ থেকে ১০টি গ্রেনেড এবং দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়।