চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য এবং ৫ চোরাই মোটরসাইকেল ক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্রান্ডের ৫টি মোটরসাইকেল।
দুপুরে মনসুরাবাদ নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশ উত্তরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন। এসময় তিনি জানান, চোর চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে। বিক্রির সুবিধার জন্য এক জায়গার চুরি করা মোটরসাইকেল পাঠিয়ে দেয়া হয় দেশের অন্যপ্রান্তে। কম দামের সুবিধা পাওয়ায় মোটর সাইকেলগুলো কিনে নেয় একটি চক্র। চট্টগ্রাম আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য এবং চোরাই মোটরসাইকেল ক্রেতা ৫ জনকে আটক করার পর এসব তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
চট্টগ্রামের খুলশী টাউনে অনুষ্ঠিত হচ্ছে অলংকার পিপাসুদের জন্য প্রথম ডায়মন্ড এন্ড জুয়েলারী প্রদর্শনী।
দুপুরে ফিতা কেটে অফনান ডায়মন্ড এন্ড জুয়েলার্সের এ প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম. এ মালেক। অফনান ডায়মন্ড এন্ড জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ফখরুল আহমেদ ফায়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেতা ইমন খান, অভিনেত্রী তানিয়া তানহা, অভিনেত্রী ও মডেল মৌ খান। এ সময় অতিথিরা বলেন, আজকের অনেক বিলাসিতা আগামী দিনের সঞ্চয়। ডায়মন্ড কিংবা স্বর্ণের গয়না বিলাসিতা মনে হলেও ভবিষ্যতে তা সঞ্চয় হিসেবে কাজ করবে। একমাস ব্যাপী চলবে এ প্রদর্শনী।
চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। নগরীর বায়েজিদ লিংক রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার, অস্ত্র, গুলি এবং লুন্ঠিত মালামাল।
বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শাহ আলম। এসময় তিনি বলেন, উদ্ধার করা প্রাইভেটকারটিও ছিনতাই করা। এই প্রাইভেটকারে করে গত কয়েকদিন বায়েজিদ থানাধীন এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় দোকান থেকে টাকা ও মালামাল ছিনতাই করে আসছিলো চক্রটি। এছাড়াও মধ্যরাতে পথচারীদের কাছ থেকেও মোবাইল, টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে এই চক্রের সদস্যরা। বিভিন্ন ঘটনার অভিযোগ পেয়ে বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করার পাশাপাশি উদ্ধার করে এসব লুণ্ঠিত মালামাল। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
উৎসবমুখর ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
সকাল ৯টা থেকে আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ অংশ নেয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন একজন প্রার্থী। ২০২১ সালের নির্বাচনে ১৯টি পদের ১৪টিতে বিজয়ী হয় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং ৫টি পদে বিজয়ী হয় বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ হয়েছে।
দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মমিনুর রহমান। তবে অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান। শপথ পাঠ শেষে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো একটি বড় আমানত। জনগণের সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, তা শতভাগ পালনে জনপ্রতিনিধিদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা।