চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ ঘন্টা পর কিডনি ডায়ালাইসিস চালু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ ঘন্টা পর কিডনি ডায়ালাইসিস চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে রোগী ও স্বজনদের মাঝে।
সকাল থেকে ডায়ালাইসিস কার্যক্রম বন্ধ করে দেয়া হলে চরম বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত ডায়ালাইসিস সেন্টারের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দেন রোগীরা। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এ নিয়ে রোগী ও স্বজনদের আশ্বস্ত করেন। তিনি জানান, ডায়ালাইসিস সেন্টারে সেবাদানকারী স্যান্ডর বকেয়া থাকায়, সাময়িকভাবে প্রতিষ্ঠানটি’র সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। আলোচনা সাপেক্ষে ৮ ঘন্টা পর সেবা চালু করা হয়েছে।