চট্টগ্রাম-লোহাগড়া মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত
- আপডেট সময় : ০৪:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-লোহাগড়া মহাসড়কের আধুনগর বাজার এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া- মানিকগঞ্জ, মাগুরা, মুন্সীগঞ্জ ও সুনামগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো ৬ জন নিহত হয়েছে।
চট্টগ্রাম-লোহাগড়া মহাসড়কের আধুনগর বাজার এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়।
প্রাইভেট কারটি কক্সবাজার দিকে আর ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গাড়ি চাপায় ছাত্রীসহ এক শিক্ষিকা নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল প্রাঙ্গনে রাখা গাড়ি বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে ছাত্রী জেরিন নিহত হন। আহত শিক্ষিকা ফাতেমাকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গাড়িটির চালককে আটক করে এলাকাবাসী।
মাগুরা সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের মঘি এলাকায় বাস চাপায় আবু সইদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে শেখপাড়ায় গেলে পেছন দিক থেকে যশোরগামী একটি দ্রুতগাতির বাস তাকে চাপা দেয়।
মুন্সীগঞ্জ শ্রীনগরে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। দুপুরের খাবার পৌঁছে দিতে উপজেলার উত্তর কামারগাও বায়তুন নুর হাফিজিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। দোহার থেকে শ্রীনগর গামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। এদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধা নগর পয়েন্টে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়েজংশনে ট্রেনে কাটা পড়ে জয়নব নেছা নামে এক নারীর মৃত্যু হয়েছে।