চট্টগ্রাম সংবাদ
- আপডেট সময় : ১০:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাতকানিয়ায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে তুলে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী লিয়াকত আলীর বিরুদ্ধে।
সাতকানিয়া ৩ নম্বর নলুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান চৌধুরী নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে নির্বাচনের দিন প্রশাসনিক তৎপরতা জোরদার করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী জুলফিকার আলী ও মোহাম্মদ এমরানসহ স্থানীয়রা।
খাগড়াছড়ির কমলছড়ি এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে সদর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং কাঠ পুড়িয়ে ইট তৈরির অপরাধে ইটভাটার মালিক হারুনুর রশীদকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটার মালিককে দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় পাহাড়ের সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে বালু ব্যবসায়ী নুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে এই জরিমানা করা হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ইউএনও বলেন, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।
২২তম জাতীয় ক্যান্সার দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন ও আলোচনা সভা করেছে ফেনী জেলা জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।
সোসাইটির জেলা কার্যালয়ে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএটিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান- কাজী হুমায়ুন কবির। জাতীয় রোগী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ডাঃ মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া। পরে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। পাশাপাশি ২০ জন রোগীকে সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা অব্যাহত রাখার ঘোষণা দেয় সোসাইটি।
চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিস- জিপিও থেকে ৩০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আরও দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
এর আগেও একই ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এ নিয়ে ৪ জনকে বরখাস্ত করা হলো। জিপিওতে বেনামে হিসাব খুলে গত পাঁচ বছরে গ্রাহকদের প্রায় ৩০ কোটি টাকা এসব হিসাবে সরিয়ে নিয়ে আত্মসাৎ করে চক্রটি। এরা পারস্পরিক যোগসাজশে একজনের ছবির সঙ্গে আরেকজনের তথ্য দিয়ে জিপিওতে হিসাব খোলে। এ ধরনের ১০টি হিসাবে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে দুর্নীতি দমন কমিশনের তদন্তে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২২ জনকে বদলি করা হয়েছে।