চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই হাজার ৪৩৬ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা

- আপডেট সময় : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার একদিন আগে আগামী অর্থবছরের বাজেট ঘোষণার মঞ্চে বসেই নতুন প্রশাসক নিয়োগের ঘোষণা শুনলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
বাজেটের মঞ্চ থেকেই নতুন প্রশাসককে অভিনন্দন জানিয়ে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিলেন তিনি। মুহুর্তেই বাজেট অধিবেশনের চেয়ে গেল মেয়াদের সফলতা ব্যার্থতার হিসেব কষতে শুরু করলেন সবাই। দুপুরে চট্টগ্রাম ক্লাবের হল রুমে ঘটে গেছে এমন ঘটনা। নিজেকে শতভাগ সফল হিসেবে দাবি করে নিজের মেয়াদে সর্বচ্চো সাড়ে চার শো কোটি টাকা দেনার দায়ও চাপিয়ে দিলেন নগরবাসীর ওপর। বললেন, বর্ধিত পৌরকর আর সার্ভিস চার্জের বিরুদ্ধে আন্দলন না করলে স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতো সিটি কর্পোরেশন। এসময় আগামী অর্থবছরের জন্য দুই হাজার ৪৩৬ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।