চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও, প্রচারণার অনুমতি দেয়নি ইসি
- আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনার কারণে স্থগিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও, প্রচারণার অনুমতি দেয়নি ইসি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতির মধ্যে প্রচারণা পদ্ধতিসহ আচরণবিধির নতুন রূপরেখা ঠিক করছেন তারা। চূড়ান্ত হলেই প্রচারণার অনুমতি দেয়া হবে। অনুমতি পেলেই মাঠে নামবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তবে, প্রচারণার চেয়ে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরির ওপর বেশি জোর দিচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন।
গত ২১ মার্চ করোনার কারণে স্থগিত করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। নয় মাস পর, আগামী ২৭ জানুয়ারি নির্বাচন ঘোষণা করেছে ইসি। তবে, করোনা পরিস্থিতিতে প্রচারণা পদ্ধতি এখনও ঠিক করেনি নির্বাচন কমিশন।
তারিখ ঘোষণার পর ফের নির্বাচনী তৎপরতায় ফিরেছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী জানান, করোনার কারণে প্রচারণা বন্ধ থাকলেও, জনগনের পাশেই ছিলেন তিনি। এখন আনুষ্ঠানিক প্রচারণায় নামতে কমিশনের অনুমতির অপেক্ষায় আছেন।
বিএনপি’র মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দাবি, দু:শাসনের বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে জনগন। প্রচারণার চেয়েও সুষ্ঠু পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন, তিনি।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, ভোট গ্রহণের সব প্রস্তুতিই আছে তাদের। নির্দেশনা পেলে নির্বাচনী আচরণবিধি জানাবেন, তারা।
সবশেষ ২০১৫ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ওই পরিষদের মেয়াদ শেষ হয়েছে পাঁচ আগষ্ট। করোনার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ছ’মাস মেয়াদে প্রশাসক নিয়োগ করে সরকার। প্রশাসকের মেয়াদ পেরোনোর আগেই ভোটের নতুন তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন।